সিলেটে দুই ইসলামি দল ১২টি আসন চাইছে

সিলেট অঞ্চলের ইসলামপন্থী দলগুলো নির্বাচনমুখী তত্পরতায় ব্যস্ত হয়ে উঠেছে৷ নির্বাচন সামনে রেখে একের পর এক সমাবেশে এখানকার ইসলামি দলগুলো তাদের প্রার্থীর নাম ঘোষণা করছে৷ জামায়াতে ইসলামী এ পর্যন্ত দু’আসনে প্রার্থী চাইলেও জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস এরই মধ্যে বিভাগের ১৯ আসনের ১২টিতেই ১২ প্রার্থী দাবি করেছে৷ প্রার্থী চাওয়াকে কেন্দ্র করে জামায়াত ও ইসলামপন্থী দলের মধ্যে এ কারণে দূরত্ব বেড়েই চলেছে৷

দলীয় সূত্র জানায়, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেটের ১৯টি আসনের মধ্যে ৮টি আসনে প্রার্থী চেয়েছে৷ অন্যদিকে খেলাফত মজলিস জামায়াতের প্রার্থী থাকা সিলেটের দুটি আসনে দুই প্রার্থীর নামসহ সব মিলে চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ খেলাফত মজলিসের ঘোষিত দুই প্রার্থীর মধ্যে সিলেট খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানও রয়েছেন৷ হাবিবুর সিলেটে তসলিমা নাসরিনের মাথার দাম ৫০ লাখ টাকা ঘোষণা করেছিলেন৷ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামায়াত এ পর্যন্ত সিলেটের দুটি আসনে প্রার্থী চেয়েছে৷ সিলেট-৫ আসনে এখানে এ দলের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী এমপি৷ তবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এখানে দাঁড়াতে পারেন৷ এছাড়া জামায়াত সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে ব্যারিস্টার আবদুর রাজ্জাককে প্রার্থী চাইছে৷ শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী গত ২৪ মার্চ বিয়ানীবাজারে গিয়ে এক সমাবেশে রাজ্জাককে নিয়ে কাজ করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান৷ বিয়ানীবাজারে জামায়াতের ওই সমাবেশের পর ৬ এপ্রিল জমিয়তে উলামায়ে ইসলাম সিলেটের এক সমাবেশে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ৮টিতেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে৷ সমাবেশে দলের মহাসচিব মুফতি ওয়াক্কাস এসব প্রার্থীর নাম ঘোষণা করেন৷ দলীয় সূত্র জানায়, দলটি সিলেটের ৪, ৫ ও ৬, হবিগঞ্জের ১ ও ২, সুনামগঞ্জের ৩, ৪ ও ৫ নাম্বার আসনে প্রার্থী চাইছে৷ দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মনসুরুল হাসান রাইপুরী জানান, চার দলের কাছে তারা এবার ৮টি আসনই চেয়েছেন৷ এ নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিছুদিন পর৷ তিনি জানান, জামায়াতের প্রার্থী থাকা সিলেট-৫ ও সিলেট-৬ আসনে তারাও প্রার্থী চাইছেন৷ এদিকে গত ১৫ জুন সিলেটে খেলাফত মজলিসের সমাবেশে ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান শায়খুল হাদিস দুই প্রার্থীর নাম ঘোষণা করেন৷ তিনি সিলেট-৫ আসনে মাওলানা ওবায়দুল হক ও সিলেট-৬-এ মাওলানা হাবিবুর রহমানের নাম ঘোষণা করেন৷ জানা গেছে, নির্বাচন সামনে রেখে সিলেটের ইসলামপন্থী দলগুলো গতবারের চেয়ে সক্রিয়৷ জমিয়তের এক নেতা জানান, গত ২ মাসেই তারা নির্বাচন সামনে রেখে সিলেটে শতাধিক সমাবেশ করেছেন৷ জামায়াত সিলেট মহানগরের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জামায়াত কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নেবে৷ তিনি বলেন, যে ইসলামি দলগুলো প্রার্থী ঘোষণা করছে তাদের কাজ হলো জোটের সিদ্ধান্ত মেনে নেয়া৷ এর বেশি তিনি কিছু বলতে রাজি হননি৷

সূত্রঃ http://www.jaijaidin.com/view_news.php?News-ID=11349&issue=75&nav_id=7

এখানে আপনার মন্তব্য রেখে যান