নিরাপত্তা বাড়ানো হয়েছে সিলেট এয়ারপোর্টে

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে পাচ স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে৷ র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ ও আনসারের পাশাপাশি গত মঙ্গলবার রাত থেকে এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ এয়ারফোর্সও৷
দেশব্যাপী জেএমবির নাশকতার আশঙ্কার পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে এয়ারপোর্টের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা যায়৷
এ ব্যাপারে এয়ারপোর্ট ম্যানেজার কে শি বৈশ্য জানায়, ২০০১ সালের নির্বাচনেও এয়ারফোর্স ওসমানী এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে ছিল৷ এর ধারাবাহিকতায় এবারও তারা ইলেকশনের আগে এয়ারপোর্টে নিরাপত্তার দায়িত্ব পালন করবে৷
সিলেটের পুলিশ সুপার আবদুর রহিম জানান, জেএমবির নাশকতার আশঙ্কায় বিষয়টি মাথায় রেখে সিলেটের বিভিন্ন স্থানে পুলিশি টহল বাড়ানো হয়েছে৷ সংশ্লিষ্ট পুলিশ স্টেশনকেও এ ব্যাপারে সতর্ক রাখা হয়েছে৷

সূত্রঃ http://www.jaijaidin.com/view_news.php?News-ID=25513&issue=189&nav_id=5

এখানে আপনার মন্তব্য রেখে যান