পুলিশ প্রটেকশন ছাড়াই সিলেট গেলেন সাইফুর রহমান

ক্ষমতা ছাড়ার পর পুলিশ প্রটেকশন ছাড়াই গতকাল শুক্রবার প্রথম সিলেটে এলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান৷ তার আগমন উপলক্ষে সমর্থকরা শোডাউনের আয়োজন করে৷  বিমানের একটি ফ্লাইটে গতকাল বিকাল সাড়ে ৪টায় তিনি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেন৷ সেখান থেকে দলীয় নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা সহকারে তাকে শহরে নিয়ে আসেন৷ সাইফুর রহমান হাত নেড়ে শহরবাসীকে অভিবাদন জানান৷ পরে তাকে সিলেট সার্কিট হাউসে পৌঁছে দেয়া হয়৷
এ সময় অন্যান্যের মধ্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি আরিফুল হক চৌধুরী, পিপি অ্যাডভোকেট নূরুল হক, আবুল কাহের শামীম প্রমুখ উপস্থিত ছিলেন৷
ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ
নগরীর আম্বরখানা পয়েন্টে গতকাল সন্ধ্যায় ছাত্রদলের মিজান গ্রুপ ও এমরান গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুর রহমানের মোটর শোভাযাত্রা আসার পথে আধিপত্য বিস্তার নিয়ে আম্বরখানা পয়েন্টে বিকাল সাড়ে ৫টায় এ দুটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়৷ তারা পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে৷ এতে আম্বরখানা পয়েন্টে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ এ সময় দুটি মোটরসাইকেল ভাংচুর এবং ছাত্রদল কর্মী জামিল ও তানভীর খান রিফাতসহ কমপক্ষে পাঁচজন নেতাকর্মী আহত হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
Source: http://www.jaijaidin.com/view_news.php?News-ID=17988&issue=126&nav_id=7

এখানে আপনার মন্তব্য রেখে যান